ফুুলবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি:
ইউনেস্কো কতৃক বিশ^ প্রামাণ্য ইতিহ্য হিসেবে স্বীকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন উপলক্ষে  কর্মসুচির মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ী দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় কার্য়ালয়ের সামনে দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন, মাইকে বাজানো হয়। বিকেল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সহ-সভাপতি শাহাজান আলী সরকার পুতু,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,পৌর আওয়ামীলীগের সভাপতি মঞ্জু রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল, যুবলীগের সভাপতি খাইরুল আলম কমরেড, সাধারণ সম্পাদক গোলাম মওলা রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। এসময় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেক্ষ্য দীর্ঘ আন্দোলনের পর ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মর্চের ভাষনের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6377582748042050473

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item