২নেতা হত্যার প্রতিবাদে বিরামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেলকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসৃচির অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে, বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজে চত্তরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিন ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ হাসান সেতু প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রলীগ নেতারা বলেন,
‘যখন বাংলাদেশের রাজনীতিতে শান্তি বিরাজ করছে, তখন একাত্তরের প্রেতাত্মারা আমাদের ভাইদের ওপর হামলা করে তাদের হত্যা করছে। আমরা দিন-রাত তাদের প্রতিহত করতে আন্দোলন করে যাবো। ছাত্রলীগ বসে থাকবে না, দুর্বার আন্দোলন চালিয়ে যাবে।

উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে আটটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর বাজারে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় শিবিরের কয়েকজন বাজারে এসে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ ছাত্রলীগের অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রাকিব সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাকিব হোসেন আমান উল্যাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6502199262876055685

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item