বিরামপুরে যৌন উত্তেজক সিরাপ রাখার অভিযোগে চার ব্যবসায়ীর জরিমানা

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বিরামপুরে মুদিখানার দোকানে মেয়াদ উত্তীর্ণ সেমাই ও যৌন উত্তেজক সিরাপ রাখার অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী কমিশনার মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে পৌরশহরের পুরাতন বাজারের শফিকুল ভ্যারাইটি স্টোরকে ৫ হাজার, ইসা স্টোরকে ৩০ হাজার, নাঈম স্টোরকে ৫ হাজার এবং স্বপ্ন জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই চার ব্যবসা প্রতিষ্ঠানের মেয়াদ উত্তীর্ণ সেমাই ও যৌন উত্তেজক সিরাপগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী কমিশনার মমতাজ বেগম বলেন, ওই চার ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ সেমাই ও যৌন উত্তেজক সিরাপ বিক্রি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ৪৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মালামালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

পুরোনো সংবাদ

দিনাজপুর 5847158708432279118

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item