সমাজের অসঙ্গতি দূর করার অঙ্গীকার পীরগাছা শুভসংঘের

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
সমাজের সকল প্রকার অসঙ্গতি দূর করার অঙ্গীকার করেছে রংপুরের নবগঠিত পীরগাছা শুভসংঘের বন্ধুরা। শুভসংঘের কর্মকান্ড সম্পর্কে আলোচনা শেষে এই অঙ্গীকার করান কালের কণ্ঠের রংপুর ব্যুরোপ্রধান ও কেন্দ্রীয় শুভসংঘের সিনিয়র সহ সভাপতি স্বপন চৌধুরী।
শুভ কাজে সবার পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কালের কণ্ঠ শুভসংঘের পীরগাছা শাখা গঠন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, শুভসংঘ রংপুর জেলা শাখার সভাপতি ইরা হক, সহসভাপতি আলী সাকিব, কালের কণ্ঠের পীরগাছা প্রতিনিধি রবিউল আলম বিপ্লব প্রমুখ।
পরে শুভসংঘের ৩৯ সদস্য বিশিষ্ট পীরগাছা কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে রয়েছেন সভাপতি ফজলুর রহমান, সহ-সভাপতি কায়ছার আলী ও আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রাবণ চন্দ্র আদিত্য, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু ও শাহানত হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীউল ইসলাম শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ শাহীন পাটোয়ারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক লাবনী আক্তার পাঁপড়ী, কার্যকরী সদস্য শহীদুল ইসলাম, অরণ্য, তাপসি আক্তার মায়া, সিনথিয়া ইসলাম সিনহা, হৃদয় ইসলাম, লিমন সরকার, নির্জন নকিব, মোরসালিন সরকার, খায়রুল ইসলাম, মুরাদ মিয়া, কুদ্দুস সরকার, হারুন অর রশিদ, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম, মেহেদী হাসান, এনামুল হক, আব্দুল বারী, অলক চন্দ্র, মঞ্জুরুল ইসলাম, হাফিজার রহমান, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, সাগর মিয়া, লিমন মিয়া, মুরাদ ও রিয়াদ প্রমুখ।

কমিটির উপদেষ্টারা হলেন শামীমুর রহমান, খোরশেদ আলম, হাইফুল ইসলাম খান ইকবাল, আমিনুল ইসলাম জুয়েল ও রবিউল আলম বিপ্লব।##

পুরোনো সংবাদ

রংপুর 1398745095860195153

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item