পীরগাছায় বিপিএল জুয়াড়িদের ডিলারের দন্ড

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় এবার বিপুল চন্দ্র নামে এক বিপিএল জুয়াড়িদের ডিলারকে দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমীন প্রধান জুয়া খেলায় সহযোগিতার অভিযোগে তাঁকে দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত বিপুল চন্দ্র (৩০) উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল গ্রামের মোহনী চন্দ্রের ছেলে।
পীরগাছা থানার উপ-পরিদর্শক মাঈদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বিপুল চন্দ্রকে তার বাড়ির পাশের নিজ দোকান থেকে আটক করা হয়। বিপুল চন্দ্র চলতি বিপিএল আসরে তার দোকানে জুয়াড়িদের ডিলার (মধ্যস্থতাকারী) হিসেবে কাজ করতো। জুয়াড়িরা বাজি ধরার সময় তার কাছে টাকা জমা রাখতো। পরে বিপুল চন্দ্র নিজের কমিশন কেটে নিয়ে বাজিতে জয়ী ব্যক্তিকে টাকা দিয়ে দিতো। এ সময় বিপুল চন্দ্রের নিকট থেকে জুয়াড়িদের বাজির জমাকৃত টাকা ও নামের তালিকা জব্দ করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##

পুরোনো সংবাদ

রংপুর 7054121690427819120

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item