নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায়
বালক দলের জয় পেয়েছে জলঢাকা উপজেলার দক্ষিন কাজীরহাট পাস্থপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দলের খেলায় জয় পায় সৈয়দপুর উপজেলার পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। বালক দলের বিজয়ীরা টাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে ডোমার উপজেলার জোড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ও বালিকা দলের বিজয়ীরা ৩-১ গোলে ডোমার উপজেলার হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
 মঙ্গলবার(৭ জানুয়ারি/২০২০) দুপুরে জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে এ খেলার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উক্ত খেলার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম মন্ডল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রুহুল আমীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সহকারী মনিটরিং অফিসার হাসান তারিক, সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউর গনি ওসমানী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
জেলা পর্যায়ের খেলায় ৬টি উপজেলার ১২টি দল অংশ গ্রহণ করবে বলে জানান আয়োজকরা। #

পুরোনো সংবাদ

নীলফামারী 7039603459095894066

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item