পার্বতীপুর ইয়ং ষ্টার ক্লাবের নাটক “রাষ্ট্র বনাম” ভারতের কোচবিহারে মঞ্চস্থ


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার পার্বতীপুরের ঐতিহ্যবাহি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইয়ং ষ্টার ক্লাবের নাটক “রাষ্ট্র বনাম” ভারতের কোচবিহার জেলার দিনহাটা মহকুমায় রাজা নৃপেন্দ্র নাথ স্মৃতি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। ১১ই জানুয়ারী শনিবার মঞ্চস্থ পার্বতীপুর ইয়ং ষ্টার থিয়েটার প্রয়োজিত নাটকটি পরিচালনা করেন পার্বতীপুর ইয়ং ষ্টার ক্লাবের সভাপতি নাট্যজন মো: আমজাদ হোসেন। 
গ্রামীণ জীবনের চালচিত্র ও আইনি জটিলতাকে উপজিব্য করে মামুনুর রশিদ এর লেখা নাটক রাষ্ট্র বনামের ৮৯ তম প্রদর্শনী ভারতের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার রাজা নৃপেন্দ্র নাথ মিলনায়তনে হয়। এর পূর্বে পার্বতীপুর ইয়ং ষ্টার ক্লাবের পরিবেশনায় নাটকটির ৮৮ তম প্রদর্শনী সৈয়দপুর রেলওয়ে মর্তুজা ইন্সটিটিউটে হয়েছে। দেশের বিভিন্ন মঞ্চে সফল ভাবে মঞ্চস্থ হওয়ার পর মামুনুর রশিদ এর লেখা “রাষ্ট্র বনাম” নাটকটি সবশেষে পার্বতীপুর ইয়ং ষ্টার থিয়েটারের প্রয়োজনায় ভারতের স্বনামধন্য রাজা নৃপেন্দ্র ণাথ স্মৃতি মিলনায়তনে মঞ্চস্থ হয়। এর আগে পার্বতীপুর ইয়ং ষ্টার থিয়েটারের উদ্যোগে ও ইয়ং ষ্টার ক্লাবের সভাপতি নাট্যজন মো: আমজাদ হোসেনের ব্যক্তিগত প্রচেষ্টায় একদল নাট্যকর্মী “রাষ্ট্র বনাম” নাটকটি নিয়ে ভারতে গমন করে এবং সেখানে সফল ভাবে নাটকটি মঞ্চয়নের মাধ্যমে শুধু ইয়ং ষ্টার নয় দেশের সুনাম বয়ে আনতে সক্ষম হয়। দেশে এবং বিদেশে ইয়ং ষ্টার থিয়েটার পরিবেশিত নাটকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। 

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 7438762238829298197

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item