সৈয়দপুরে টিসিবি’র পেঁয়াজ ৪৫ টাকা কেজি বিক্রি শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১২ ডিসেম্বর॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় টিসিবি’র ৪৫টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। আজ বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকাল থেকে শহরের শেরে বাংলা সড়কস্থ মেসার্স সাকিল ট্রেডার্স এই পেঁয়াজ বিক্রি করছে।
এতে শহরের ক্রেতাদের মধ্যে পেঁয়াজ কেনার হিড়িক পড়েছে।
জানা যায়, সৈয়দপুর উপজেলার বাজারগুলোতে পুরাতন পেঁয়াজ ১৪০ টাকা কেজি ও নতুন পেঁয়াজ ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। পেঁয়াজের দাম বৃদ্ধির করাণে এলাকার সাধারণ মানুষের মাঝে পেঁয়াজ কেনা নিয়ে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছিল।
এমতাবস্থায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) উদ্যোগে মাত্র ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এই পেঁয়াজটি মিশর থেকে আদমানী করা হয়েছে। তাই নারী-পুরুষের লম্বা লাইন করে পেঁয়াজ বিক্রির দৃশ্য যেন দেখার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে মেসার্স সাকিল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ সাকিল আহমেদ জানান, আমরা আজ মিশরীয় পেঁয়াজ পেয়েছি তাই সরকার নির্ধারিত দামে বিক্রি করছি। আগামীকালও যদি পেঁয়াজ পাওয়া যায় তাহলে বিক্রি অব্যাহত থাকবে। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 7813361706542131100

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item