গ্রাসরুট কো-অপারেশন সংস্থার ব্যবস্থাপনায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়ায় গ্রাসরুট কো-অপারেশন সংস্থার ব্যবস্থাপনায় আইসিটি এন্ড ডিজিটাল কমিউনিকেশন, টেইলারিং ও গরু মোটা তাজাকরণ বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।  এ উপলক্ষ্যে ৩রা ডিসেম্বর ২০১৯ রোজ মঙ্গলবার বিকাল ৩টায় সংস্থার নিজস্ব ভবনে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভার।
এতে প্রধান অতিথী হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন গ্রাসরুট কো-অপারেশন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও খলেয়া খাপড়িখাল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন গংগাচড়া উপজেলার দুঃস্থ উন্নয়ন সংস্থার (ডাস) নির্বাহী পরিচালক মোঃ চাঁদ সরকার, গ্রাসরুট কো-অপারেশনের ট্রেনিং কো-অর্ডিনেটর সুমন সরকার, পরিচালক ও প্রোগ্রাম অফিসার আনন্দ পল্লব, আমন্ত্রিত অতিথী স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণার্থীদের মধ্যে মোঃ মাসুদ ও সাগরিকা রানী সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম সহ স্থানীয় বিশিষ্ট্যজনরা। অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে গ্রাসরুট কো-অপারেশন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন রাসেল প্রশিক্ষণ গ্রহনকারীদের উদ্দ্যেশ্যে বলেন সনদ অর্জন করে ঘরে বসে থাকলে চলবে না। এই মেধাকে কাজে লাগাতে হবে।  তাহলে পরিবার-পরিজন সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়ক হিসাবে ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন। পরে অতিথীবৃন্দ প্রশিক্ষণ গ্রহনকারী ৭৫ জন নারী-পুরুষ বেকার যুবক-যুবতীদের মাঝে উক্ত সনদগুলো বিতরণ করেন

পুরোনো সংবাদ

রংপুর 8482838202152687178

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item