ডোমারে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অসহায়, দুঃস্থ মা ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেন, ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্প।
উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল হাসেমী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন। বিশেষ অতিথি হিসাবে, স্বাস্থ্য পরিদর্শক আফরোজা খানম, প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কো-অর্ডিনেটর প্রদিপ কুমার রায়, এমএন্ডইডিও জয়ন্ত কুমার কর্মকার, এফপিআই ধনেশ্বর বর্মন, ইউপি সদস্য মরিয়ম বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উক্ত কেন্দ্রে গর্ভকালীন ও নিরাপদ প্রসব সেবা গ্রহনকারী দুঃস্থ মা ও শিশুদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন অতিথিগণ। উল্লেখ্য গত ৯ ডিসেম্বর হতে আদ্যবধি উপজেলার প্রতিটি ইউনিয়নে উক্ত প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৯ শত ৮০ টি  কম্বল বিতরণ করা হয় বলে কর্তৃপক্ষ বলেন। মা ও শিশুদের শীত জনিত রোগের হাত থেকে রক্ষা করতে শো প্রকল্পের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম রিমুন ।

পুরোনো সংবাদ

নীলফামারী 2234372226448012217

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item