রঙধনু তরুণ ছড়াকার সম্মাননা পেলেন নাগেশ্বরীর সন্তান হাফিজুর রহমান হৃদয়

স্টাফ রিপোর্টার:
রঙধনু তরুণ ছড়াকার সম্মাননা পেয়েছেন নাগেশ্বরীর সন্তান তরুণ কবি, ছড়াকার ও সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়। ছড়ায় ছড়ায় শুদ্ধতার আহ্বান’ এই স্লোগান নিয়ে ১৮ আগস্ট রোববার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য রঙধনু ছড়া উৎসব’২০১৯ এর অনুষ্ঠানে ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য ছড়াকারদের “গুনী ছড়াকার সম্মাননা, তরুণ ছড়াকার সম্মাননা এবং বিশেষ সম্মানা” দেয়া হয়। এতে দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের হাতে তরুণ ছড়াকার সম্মাননা ক্রেস্ট তুলে দেন রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লেখক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম, শিক্ষাবিদ ও গবেষক ড.এ.আই.এম মুসা। রঙধনুর প্রতিষ্ঠাতা ও সম্পাদক জাকির আহমদ এর সভাপতিত্বে এবং লেখক শোহানুর রহমান শাহিনের সঞ্চালণায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি ও ছড়াকার শহিদুর রহমান বিশু, কবি রেজিনা সাফরিন, লেখক সংসদ রংপুরের সভাপতি মতিউর রহমান বসনিয়া, অঞ্জলিকা সাহিত্য পত্রিকার সম্পাদক দিলরুবা শাহাদৎ, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, লিটল ম্যাগ ফোরামের আহ্বায়ক আশহাদুজ্জামান মিলন, লেখক রানা মাসুদ, মজনুর রহমান প্রমুখ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া এলাকার আবুল হোসেন ব্যাপারীর ছেলে হাফিজুর রহমান হৃদয় ছোটবেলা থেকেই  জাতীয় ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাসহ বিভিন্ন লিটন ম্যাগাজিনে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ লিখে আসছেন। এক কথায় সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তার অবাধ বিচরণ রয়েছে। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে যৌথ কাব্যগ্রন্থ ‘প্রজাপতি প্রেম’ এবং যৌথ ছড়াগ্রন্থ-চলছে গাড়ি ছড়ার বাড়ি। সাহিত্য জীবনে তার সম্পাদনায় প্রকাশিত সাহিত্যের কাগজ দ্বি-মাসিক উচ্ছ্বাস এবং ছড়া কাগজ-সাঁকো তাকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। এছাড়াও একজন তরুণ সংগঠক এবং সাংস্কৃতিককর্মী হিসেবেও সমাজে তার জায়গা সম্মানের আসনে। তিনি ক্রিড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উচ্ছ্বাস সাহিত্য সুহৃদ এবং উচ্ছ্বাস পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিভাগীয় লেখক পরিষদ-রংপুর এর কুড়িগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, নাগরিক কমিটি-নাগেশ্বরী, লেখক ফোরাম-নাগেশ্বরী’র প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নাগেশ্বরী প্রেসক্লাব এর কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন। হাফিজুর রহমান হৃদয় বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ এবং রংপুর থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকায় সাংবাদিকতা করছেন। এছাড়াও অনলাইন নিউজ পোর্টাল নয়া খবর ডটকম এর সম্পাদক ও প্রকাশক হিসেবেও কাজ করছেন। তার এই সম্মানে নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি এবং মোহনা টেলিভিশন ও যায়যায়দিন প্রতনিধি ওমর ফারুক, সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোর এবং সমকাল প্রতিনিধি গোলাম মওলা সিরাজসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6542941995986619572

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item