ঢাকায় নেমেই যে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক



‘দায়িত্ব নেওয়ার পর প্রথম ঢাকা সফরে আমি সত্যিকারভাবে আনন্দিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার মতো অনেক ইস্যু আছে যা  মঙ্গলবার কার্যকরভাবে আলোচনায় আসবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর ঢাকায় নেমেই সাংবাদিকদের এসব কথা বলেন।
সোমবার (১৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 বিমানবন্দরে পৌঁছালে ড. জয়শঙ্করকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন জয়শঙ্কর। ঢাকা সফরকালে আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করবেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, জয়শঙ্করের ঢাকায় আশা অত্যন্ত আনন্দের। তিস্তা চুক্তিসহ অমীমাংসিত সব বিষয়ে আগামীকাল বৈঠকে আলোচনা করে জানানো হবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। তিনদিনের সফর শেষে আগামী বুধবার ঢাকা ত্যাগ করার কথা জয়শঙ্করের।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1412146314342755167

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item