কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন

আশিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি .
বন্যায় ক্ষতিগ্রস্তদের স্থায়ী তালিকা করার জন্য সরকারকে প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
শনিবার কুড়িগ্রাম জেলার পাঁচগাছি ইউনিয়ন কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ প্রস্তাব দেন।
জিএম কাদের বলেন, প্রতিবছরই কুড়িগ্রাম ও রংপুরসহ উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য স্থায়ী তালিকা করতে হবে। বন্যার সময় তাদের কার্ড অনুযায়ী ত্রাণ পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষই কষ্টের মাঝেও ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে চায় না। তাই তালিকা অনুযায়ী ত্রাণ দিলে সবার মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের স্থায়ী বন্দোবস্ত হবে।
কুড়িগ্রাম ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জিএম কাদের আরও বলেন, প্রধান বিরোধী দল হিসেবে আমরা সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় বন্যার্তদের পাশে ছিলেন। আমরাও তার দেখানো পথে দুর্গত মানুষদের সেবায় নিয়োজিত থাকব।
‘আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শোককে শক্তিতে পরিণত করে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম করব। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে আমরা সংসদে তা তুলে ধরব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু আতংক ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করছে। ডেঙ্গুজ্বরে মানুষ মারা যাচ্ছে, সরকার মানুষের ডেঙ্গুভীতি দূর করতে পারেনি।
এসময় জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের কোনো অ্যালায়েন্স নেই। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।
রংপুরের ২২টি আসনেই জয়ী হতে পার্টিকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।
বন্যা নিয়ন্ত্রণে উত্তরাঞ্চলের সব নদ-নদীতে ড্রেজিং করতে সরকারের প্রতিও আহবান জানান মসিউর রহমান রাঙ্গা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব পনির উদ্দিন আহমেদ, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আশরাফ-উদ-দৌলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল ইসলাম, জেলা জাতীয় পার্টি সদস্য আলহাজ্ব বেলাল হোসেন, নবাব আলী, আজিজুল ইসলাম সন্ডে, যুব সংহতির জেলা আহ্বায়ক শামছুজ্জোহা সাজু চৌধুরী, জেলা শ্রমিক পার্টির সভাপতি মজনুজ্জামান মজনু, সাবেক ইউপি সদস্য এরশাদ প্রমুখ। সঞ্চালন করেন জাতীয় পার্টির সদস্য এ্যাড. হুমায়ুন কবির।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5249122233470316545

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item