ডিমলায় ফ্যানের সুইচে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী॥ নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর গয়াবাড়ি ধনীপাড়া গ্রামে সিলিং ফ্যানের সুইচে  বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এই ঘটনায় প্রানে রক্ষা পায় নিহত দম্পত্তির তৃতীয় শ্রেনী পড়–য়া মেয়ে রুবিনা।  নিহতরা হলেন ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে দিলীপ ইসলাম (৪৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৪০)। এ ঘটনায় এলাকায় মানুষজনের মাঝে আহাজারি ও শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ের বিয়ে দিয়েছে সম্প্রতি। ছোট ছেলে ও মেয়ে ঘটনার সময় স্কুলে ছিল।  বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী ঘরের ভেতর কখন মরে পড়ে ছিল তা কেউ বলতে পারেনি। তবে দুপুর ১২টার দিকে দম্পতির ছোট মেয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রী রুবিনা স্কুল থেকে বাড়ি ফিরে। সে ঘরে ঢুকে বাবা ও মা কে মেঝেতে পড়ে থাকতে দেখে তাদের হাত ধরতে গেলে সেও বিদ্যুতের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এ সময় রুবিনার আত্নচিৎকারে গ্রামবাসী ছুটি এসে ওই বাড়ির বিদ্যুতের মেইন সুইচ অফ করে ওই দম্পক্তির মরদেহ উদ্ধার করে।
ঘটনাটি নিশ্চিত করে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান , সরেজমিনে দেখা যায় ওই বাড়ির ঘরের সিলিং ফ্যানের সুইটটি সহ দিলীপ ইসলাম ঘরের মেঝেতে পড়ে ছিল। আর ঘরের মেঝে সে সময় তার স্ত্রী পানি নিয়ে পরিস্কার করছিল। ফলে স্বামী স্ত্রী দুইজনই বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরন করে বলে ধারনা করা হচ্ছে।#

পুরোনো সংবাদ

নীলফামারী 2821891289063613855

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item