তিস্তা নদী খনন নয় বাঁধ নির্মানের দাবী জানান চরবাসীর

হাজী মারুফ: তিস্তা নদী খনন নয়, তিস্তা নদীর বাধ নির্মানের দাবী জানিয়েছেন তিস্তার চরবাসীরা। সরকার জনগনের উন্নয়নের সার্থে তিস্তা নদী খনন প্রকল্প বাস্তবায়ন কাজের অনুমোদন দিয়েছেন রংপুর পানি উন্নয়ন বোর্ডকে। কিন্তু সরকারের নজর ফাঁকি দিয়ে পানি উন্নয়ন কতৃপক্ষ তিস্তা নদী খনন কাজের নামে , অহেতুক সকারের কোটি কোটি টাকা অপচয় করছে। কিন্তু তাতে উন্নয়ন হচ্ছেনা। বাধ নির্মাান হলে ঘরবারী রক্ষা হবে চরবাসীর।  এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের সাধারণ চরবাসী  জানান, পানি উন্নয়ন কতৃপক্ষ শুকনা মৌসমে মাটি খনন করেন না, তিস্তা নদীতে যখন পানিতে ভরপুর তখন তারা নদী খননের কাজ শুরু করে। চর শংকরদহ এলাকার সাধারন জনগন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  চর এলাকার মানষের ঘরবাড়ি যাতে নদীর পনির শ্রতে ভেঙ্গে না যায়  ও গৃহহীন পরিবারে  লোকেরা নিরাপদে থাকতে পরে এজন্য পানি উন্নয়ন বোডকে বাধ নির্মান ও নদী খননের জন্য প্রতি বছর কোটি কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এলাকাবাসীর দাবী সরকার যদি নদী খনন না করে চর শংকরদহ এর প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে হুমায়নের বাধঁ পর্যন্ত বাধঁ নির্মাণ করত তাহলে ২৫ থেকে প্রায় ৩০ হাজার মানুষ উপকৃত হতো ।  খননের ফলে বর্ষা মৌসুমে বড় ধরনের সমস্যায় পড়বেন চর এলাকার প্রায় ৩০ হাজার মানুষ। বাধঁ নিমার্ণে জনগন উপকৃত হবেন।এতে  বর্ষা মৌসুমে বিপদে পড়বে বসতিবাসী, দোকান-পাট, স্কুল-মাদ্রাসাগুলো । পানি উন্নয়ন বোর্ডের  খননের কাজ বন্ধ করার জন্য দাবি জানিয়েছে এলাকাবাসী । পানি উন্নয়নের বোর্ডের প্রকৌশলী জানান, সরকারের নির্দেশ আমরা নির্ধারিত সিডউইল অনুযায়ী কাজ করে থাকি।  চর শংকরদহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানান, বাধঁ নির্মান না হলে এই স্কুলটিকে আর রক্ষা করতে পাবোনা, সেই সাথে চর এলাকার ১৫ হাজার ঘরবাড়ি বিলীন হয়ে যাবে । গংঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসা জানান, চর বাসীর ভাগ্যনিয়ে কোন অনিয়ম চলবেনা আমি উধর্তন কর্মকর্তাদের সাথে দ্রুত এ বিষয়ে আলোচনা করব । এ বিষয়ে লক্ষীটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দূল হাদী  জানান, তিস্তা নদী  খননের নামে কোন কাজ হচ্ছেনা, শুধু অর্থ অপচয় হচ্ছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা চর বাসীর উন্নয়নে ব্যাপক অর্থ দিয়েছেন।  কিন্তু এখানে খননের নামে পানি উন্নয়ন বোড নাম মাত্র ১৩০ফিট দের্ঘ্য ২৪০০ মিটার খনন কাজ চলছে । এটা না করে যদি চর  শংকরদহ প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে হুমায়নের বাড়ি পর্যন্ত বাধঁ নির্মণ করত তাহলে হাজার পরিবার বর্ষা মৌসুমে রক্ষা পেত । চেয়াম্যান হাদী আরও বলেন, গঙ্গাচড়া  এলাকার বর্তমান এমপি বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ইতিপুর্বে প্রতিমন্ত্রী থাকা অবস্থায় সরকারে সহযোগিকায় তিস্তা নদীর বেশ কয়েকটি বাধ নির্মান করেছেন, এতে অনেক হাজার হাজার চরবারীরা উপকৃত হয়েছে। এখন তিস্তার চরবাসীর তিস্তা নদীর চারপাশে বাধ নির্মানের জন্য  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানান।

পুরোনো সংবাদ

রংপুর 3917506951045300304

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item