রেলমন্ত্রীর পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা ও রেলওয়ে জংশন পরিদর্শন

এম এ আলম বাবলু,পার্বতীপুর ঃ  শনিবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে তিনি বলেন, রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হলে সর্বপ্রথম রেল লাইনের উন্নয়ন করতে হবে সে করনে  রেলের মহাপরিকল্পনার মধ্যে সরকার এটির উপর গুরুত্ব দিয়েছে রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন । রেলপথে যেসব ষ্টেশন রয়েছে পর্যায়ক্রমে সেগুলোর উন্নয়ন করা হবে। জনবল  ঘ্টতিপূরন করা হবে এই লোকোমোটিভ কারখানাসহ সর্বত্র। পার্বতীপুর ৪ লাইনে জংশন ষ্টেশনকে রিমডেলিং করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। রেলের বেদখলকৃত জমি উদ্ধার করা হবে। রেল মন্ত্রী  শনিবার বিকেল সাড়ে ৪ টায় পার্বতীপুর আগমন করে লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সংশ্লিষ্ট রেল কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে বৈঠক করেন। পরে তিনি পার্বতীপুর রেল জংশন ষ্টেশনে অবস্থানরত লোকাল ট্রেনের বগিতে উঠে বগিগুলো পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন এ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। পশ্চিম রেলওয়ে জিএম শহিদুল খন্দকার ইসলাম এডিজি/আএস শামসুজ্জামান, জেডিজি/সিএই(লোকো) মঞ্জুর উল আলম চৌধুরী, সিএমই (পশ্চিম) মৃনালকান্তি বনিক প্রমূখ মন্ত্রীর তার সফরসঙ্গী ছিলেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 2456357737534163245

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item