এমপিও ভুক্তি করণের দাবীতে নীলফামারীতে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইনজামাম-উল-হক নির্ণয়, ,নীলফামারী ১৯ ফেব্রুয়ারি॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এমপিও’র প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীগণ মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নীলফামারী শহরের শহীদ মিনার সড়কের সামনে দাবি বাস্তবায়নে ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়।

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন নীলফামারী জেলার শাখার সভাপতি মোবাশে^র রাশেদিনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য দেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা যুবলীগের সাধারণ স¤পাদক সাহিদ মাহমুদ, সিপিবির সভাপতি শ্রীদাম দাস, নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের প্রচার স¤পাদক মিজানুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক অধ্যক্ষ সারওয়ার মানিক, সদস্য সচিব বাবু খোকা রাম রায়, চওড়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, রামগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন ও নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। এছাড়াও উক্ত কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জনপ্রতিনিধিগণ সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ থেকে অন্তত ২৫ বছর পর্যন্ত নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বিনা বেতনে পাঠদান করে আসছেন। এমপিও ভুক্ত করণের জন্য সারাদেশের পাশাপাশি রাজধানী ঢাকায় আন্দোলন করা হলে ২০১৮ সালের ৫জানুয়ারী সরকার আমাদের দাবী মেনে নেন। কিন্তু আজো বাস্তবায়ন করা হয়নি সেই প্রতিশ্রুতি আমরা চাই দ্রুত আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত করে শিক্ষক কর্মচারীদের দিকে সরকার সু-নজর দিবেন।

মানববন্ধন ও সমাবেশ শেষে তারা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার মোঃ নাহিদ হাসানের নিকট প্রদান করে।#

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3143098226000935469

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item