পার্বতীপুরে আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ১৮মার্চ অনুষ্ঠিত হবে পার্বতীপুর উপজেলা পরিষদের নির্বাচন। গতকাল সোমবার শেষদিন নানা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন অফিসার মমিনুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্তরে আসতে শুরু করেন তারা। বিকেল ৫টা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক স্থানীয় সাংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপিসহ স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি আওয়ামীলীগের একমাত্র প্রার্থী। এছাড়াও জাতীয় পার্টির উপজেলা সভাপতি কাজী আব্দুল গফুর ও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আকতার হোসেন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়াম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল মোমেনীন, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মানসুর রশিদ, বেলাইচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী রবিউল ইসলাম, মোস্তাহারুল হাসান হাকিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুকশানা বারী রুকু। এদিকে, সকাল ১০টায় দিনাজপুর জেলা নির্বাচন অফিসে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা খাতুন শাহী মনোনয়নপত্র জমা দেন।
১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাবর্তীপুর উপজেলা। এ উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৬৬ হাজার ৬ শত ৮৫ জন। এবারে ১ লাখ ৩৩ হাজার ২৯৩ জন পুরুষ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৩৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 3245055328205445998

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item