কুড়িগ্রামের ৯ উপজেলায় ১’শ ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

আশিকুর রহমান, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে (১ম ধাপে) ৯টি উপজেলায় সোমবার মোট ১’শ ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৩ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। কুড়িগ্রাম সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আমান উদ্দিন আহমেদ মঞ্জু, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী পপুলার হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল হাসান দুলাল ও জাকের পার্টি মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিনারা বেগম লাকী, ফারহানা ইয়াছমিন মিমি, আফরোজা আক্তার আলপনা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শামসুজ্জোহা সাজু চৌধুরী, যুবলীগ নেতা আব্দুর রব রাজু, মীর জাহান আলী লিটন ও ছালেহ আহমেদ মজনু। কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী, রৌমারী ও রাজিবপুর ৫ উপজেলার রিটানিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজুর রহমান। নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী ও উলিপুর ৪ উপজেলার রিটানিং অফিসারের দায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব।
এদিকে, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু এবং নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা জামান। চিলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম, রৌমারী উপজেলায় ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান বঙ্গবাসী, রাজিবপুর উপজেলায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নুর মো: আক্তারুজ্জামান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, আগামী ১০ মার্চ ১ম দফায় জেলার ৯টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে মনোয়ন জমা দেবার শেষ দিন ১১ ফেব্রুয়ারী, মনোনয়ন যাছাই-বাছাই অনুষ্ঠিত হবে ১২ফেব্রুয়ারী এবং ১৯ ফেব্রুয়ারী মনোনয়ন প্রত্যাহারের দিন।#

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 3227553398470739484

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item