রংপুর বিভাগের বিভিন্ন জেলায় একাধিক নাশকতার পরিকল্পনা ছিল জেএমবির

মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি

একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন জিহাদি বই ও লিফলেটসহ মো. নজরুল ইসলাম ওরফে নুরুল্লা (৪০) নামে জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাব র‌্যাব-১৩ এর সদস্যরা।


তার দেয়া তথ্যে জানা গেছে, রংপুরে একাধিক নাশকতা চালানোর পরিকল্পনা ছিল জেএমবির।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার খানপুর গ্রামের মৃত ডা. আফতাবউদ্দীন আতার ছেলে।

র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, গত রোববার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার খানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৫টি উগ্রবাদী বই, ১০টি লিফলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মো. নজরুল ইসলাম ওরফে নুরুল্লা একজন শীর্ষ জঙ্গি ও জেএমবির সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে সংগঠনের সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ দান, চাঁদা সংগ্রহ, অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

গ্রেফতারকৃত জঙ্গির তথ্যমতে তারা রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় তাদের একাধিক নাশকতার পরিকল্পনা চালাচ্ছিল বলে র‌্যাব জানায়।

পুরোনো সংবাদ

রংপুর 1538010884530563634

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item