দিনাজপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. আব্দুস সাত্তার, দিনাজপুর ঃ “সুস্থ সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ পালিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশ্রাফুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল। মুক্ত আলোচনায় অংশ নেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম, চেম্বার অব কমার্সের পরিচালক মানবেন্দ্র দাস মনোজ ও মো. ইকবাল চৌধুরী, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো. মোসাদ্দেক হুসেন,সাধারণ সম্পাদক সুজাউর রব চৌধুরী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম, ডাঃ মোঃ শহীদুল্লাহ, সাবেক প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, পুলহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক সারোয়ার, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. মহসিন আলী প্রমুখ। র‌্যালীতে জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর,  সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন এনজিওসহ শিক্ষার্থীরা অংশ নেয়। 

পুরোনো সংবাদ

দিনাজপুর 568005391686605567

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item