ডিমলা সীমান্তে ২ চোরাকারবারিকে আটক করলো বিজিবি

ডিমলা প্রতিনিধি>>
বুধবার ভোর সাড়ে তিন টার দিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ্ও ফিরে আসার সময় ২ জনকে আটক করেছে ৫১ বিজিবি।
পরে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১১(১)ক ধারায় অপরাধের দায়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করে। আটককৃতদের থানায় সোপর্দ করেন কালীগঞ্জ বিজিবি ক্যাম্প কমান্ডার তারাজুল ইসলাম। মামলা সুত্রে জানা গেছে, নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী পশ্চিম ছাতনাই  উত্তর পূর্ব কোনের শেষ প্রান্তে ৫১/ডি কোম্পানীর কালীগঞ্জ ক্যাম্প অবস্থিত। ক্যাম্পের অদুরে ৭৯৪ নং মেইন পিলারের ৫ এস পিলার দিয়ে কালীগঞ্জ ্ও ঝাড়সিংহেশ্বর গ্রামের কতিপয়  অসাধু চোরাকারবারি ১৩ ফেব্রুয়ারী রাতে চোরাই পথে গরু আনার উদেশ্যে ভারতে প্রবেশ করে এবং গরু নিয়ে আসার সময় ৫১ বিজিবি’র সদস্যরা ক্যাম্প কমান্ডার তারাজুল ইসলামের নেতৃত্বে তাদেরকে ধ্ওায়া করে প্রথমে কালীগঞ্জ গ্রামের মোজাউল ইসলামের পুত্র তফরুল (৩০ কে আটক করে। বাকীরা গরুসহ সীমান্তের ্ওপারে যায়। অল্পক্ষণ পরে চোরাকারবারীরা গরু রেখে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি’র কাছ থেকে তফরুলকে ছিনিয়ে ন্ওেয়ার জন্য বিজিবি’র উপর হামলা চালায়। বিজিব্ওি পাল্টা হামলা চালান। এ সময় বাকীরা পালিয়ে গেল্ওে পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে জুনু মিয়া (৩৫) কে একটি  দা ্ও ২২০ ভারতীয় রুপিসহ আটক করে। পরে বিকেলে আটককৃত ২ জনসহ ১৩ জনের নাম উল্লেখ পূর্বক আরো ১০/১৫ জনকে  কালীগঞ্জ ক্যাম্প কমান্ডার তারাজুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় মামলা তারিখ-১৩/২/২০১৯,মামলা নং-১৫ দায়ের করেন । ডিমলা থানার ্ওসি (তদন্ত ) সোহেল রানা মামলার সত্যতা নিশ্চিত করেছেন । 

পুরোনো সংবাদ

আইন-অপরাধ 3177806601551619882

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item