শিরীন শারমিন টানা তৃতীয়বার স্পিকার নির্বাচিত

 

অনলাইন ডেস্ক


একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হলেন।  একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে বুধবার (৩০ জানুয়ারি)  শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
এ দিন বিকেল ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানান। পরে নতুন স্পিকার নির্বাচন করা হয়।

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সংসদে স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রস্তাবকে সমর্থন করেন। স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে স্পিকার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 254642083862519203

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item