বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি-
তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে । বাংলাবান্ধা ল্যান্ড কাস্টমস ষ্টেসনের আয়োজনে  গতকাল শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে বাংলাবান্ধা বন্দর শুল্ক ষ্টেসন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি জিরো পয়েন্ট প্রদক্ষিন করে শুল্ক ষ্টেসনে শেষ হয় । পরে বাংলাবান্ধা স্থলবন্দর  মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন । কাস্টমস সুপার মিজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেসনের উপ-কমিশনার  হাফিজুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান শেখ, সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারন সম্পাদক নাসিমুল হাসান নাসিম, বন্দর ব্যবস্থাপক মামুন সোবহান, ইমিগ্রেশন পুলিশের এসআই নুরুজ্জামান, আমদানীকারক শাহাজান আলী, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন প্রমুখ । আলোচনায় কি-নোট উপস্থাপন করেন কাস্টমস সুপার মোর্শেদ আলী চৌধুরী।  এসময় কাষ্টমস কর্তৃপক্ষ জানায় রাজস্ব আয়ে বাংলাবান্ধা স্থলবন্দর দিন দিন এগিয়ে যাচ্ছে । গত অর্থ বছরে এ বন্দরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অতিক্রম করে ২৫ কোটি ৯৮ লক্ষ দুই হাজার টাকা আদায় হয়। বর্তমান অর্থবছরে  লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৩৪ কোটি ৪৩ লক্ষ ৭৭ হাজার টাকা। এ পর্যন্ত আদায় হয়েছে ০৯ কোটি  ৫৮ লক্ষ ৪৫ হাজার টাকা ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2051339363703908995

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item