নীলফামারীতে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরন সভা অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৪ জানুয়ারি॥ ২০২২ সালে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে সারা দেশের ন্যায় নীলফামারীতে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৪ জানুয়ারী) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কমর্চারীরা উপস্থিত ছিলেন।
এ সময় ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের কনসালটেন্ট ডা. রাসেদ আলী শাহ, মুল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে ২০১০ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রনালয়, স্থানীয় সরকার মন্ত্রনালয় ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যৌথ উদ্দ্যেগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রন ও নির্মূল কর্মসূচি বাস্তবায়ন করছে।
এরই অংশ হিসেবে দেশের সকল জেলায় ৬৬টি জলাতঙ্ক নিয়ন্ত্রন ও নির্মূল কেন্দ্র চালু করা হয়েছে। এরই ফলশ্রুতিতে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার একশত ৪৭ থেকে এক হাজার চারশত ৪৫-এ নেমে এসেছে।
মাস ডগ ভ্যাকসিনেশন (এমডিভি) কর্মসূচির সুপারভাইজার আসাদুজ্জামান সুমন বলেন, দেশের ৬৩ জেলায় দ্ধিতীয় রাউন্ডের টিকাদান কর্মসূচিতে প্রায় আট লাখ পনের হাজার কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকার আওতায় আনা হবে। তিনি বলেন, এই টিকাদান কর্মসূচি জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সদর উপজেলায় পাঁচদিন ব্যপি চলবে। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 7843207568725567049

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item