কিশোরগঞ্জে অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল

মো: শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে মাদক,সন্ত্রাস, ও দুর্নীতি মুক্ত করতে প্রতিটি গ্রাম থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। এসব অপরাধ দমনে তরুন সমাজ ,সাংবাদিক,জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য সহ সকলের সহযোগিতা চেয়ে  তিনি বলেছেন এসব ক্ষেত্রে পুলিশ যদি কোন অপকর্ম করে থাকে তাহলে আমাকে সহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান, আমরা যথাযথ ব্যবস্থা নেব। সোমবার দুপুরে কিশোরগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে এবং কমিউিনিটি পুলিশিং সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরন ও চাল বিতরনের সময় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার  এসব কথা বলেন তিনি। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি  রশিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এছরারুল হক, পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন বাবুল, ওসি তদন্ত মফিজুল হক, থানার সকল পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী প্রমুখ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৬ টি কমিউনিটি পুলিশিং কমিটির ২৪০ জন সদস্যদের মাঝে দুটি করে কম্বল এবং ২০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6272479343783546312

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item