জলঢাকায় ভাইস-চেয়ারম্যান পদে আ'লীগের মনোনয়ন চান আহসানুল হক মুকুল

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ মার্চে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপেই নীলফামারী জেলার ৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠানের ঘোষনায় নড়েচড়ে বসেছে প্রাথী ও তাদের সমর্থকরা। এদিকে জেলার জলঢাকা উপজেলার সর্বত্রই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। দলীয় প্রতিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পাওয়ার লক্ষে আগাম প্রচার-প্রচারনা শুরু করেছেন। এরই মাঝে ব্যক্তিগত সুনাম দলীয় কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে প্রচারনা চালাচ্ছে সম্ভাব্য প্রার্থীরা। যোগাযোগ রক্ষা করছে দলীয় নেতৃবৃন্দের সাথেও।
এবারের নির্বাচনে জলঢাকা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন চান ২০০৯ সালে তৃনমূলের ভোটে ভাইসচেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত যুবলীগ নেতা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আহসানুল হক মুকুল। ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে সামান্য ভোটের ব্যবধানে জাসদ প্রার্থীর নিকট পরাজিত হন তিনি।
মুকুলের প্রার্থীতা সম্পর্কে উপজেলা যুবলীগ নেতা ও  সাবেক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মাষ্টার বলেন, ২০০১ সালে আহসানুল হক মুকুল তৎকালীন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুরের হাতে ফুলের তোড়া দিয়ে যুবলীগের রাজনীতির সাথে যুক্ত হন। যোগদান করার পর থেকে অদ্যাবধি তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছেন। এছাড়াও তিনি ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তৃনমূল আওয়ামীলীগের ভোটে নির্বাচিত হয়ে ভাইসচেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নেয়। আমি আশাকরি দল এবারো তাকে মনোনয়ন দিবে।
এদিকে পৌর যুবলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান পিকু বলেন, ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্যানেলে আহসানুল হক মুকুল ভাইসচেয়ারম্যান প্রার্থী ছিলেন। সেসময় মহাজোটের এবাধিক প্রার্থী থাকায় মুকুল অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়। আমি আশাকরি দল তাকে অবশ্যই মুল্যায়ন করবে।

আহসানুল হক মুকুল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজে নিজেকে সম্পৃক্ত করতে চাই। আমি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে জলঢাকা উপজেলাকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে আত্বনিয়োগ করব।

পুরোনো সংবাদ

নীলফামারী 3302192025540801589

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item