সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা দিলেন এমপি আদেল

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী মুন্সিপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা ও কম্বল প্রদান করা হয়েছে। আজ(শনিবার) দুপুরে নীলফামারী - ৪  আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আদেলুর রহমান আদেল ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে ওই সহায়তা দেন।
 এ সময় সংসদ সদস্য আলহাজ¦ মো. আদেলুর রহমান আদেল ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে আগুনে ক্ষতিগ্রস্থ সদস্যদের সান্তনা দিয়ে বলেন, আপনারা ধৈর্য্য হারাবেন না।  ধৈর্য্যশীলদের সঙ্গে সৃষ্টিকর্তা আছেন, আমিও আপনাদের পাশে আছি। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারদের পুনর্বাসনসহ সব ধরনের সহযোগিতা করা আশ^াস দেন।
  পরে তিনি আগুনে ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবারকে নগদ দুই হাজার টাকা এবং একটি করে কম্বল প্রদান করেন। এ সময় জাতীয় পার্টি নেতা বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, আব্দুল রউফ, জি এম কবির মিঠু, আলতাফ হোসেন, মো. মাহ্ফুজুর রহমান দুলু, আলতাফ হোসেন মুহুরী, মো. রাজু আহমেদ, মো. নাদিম, জাতীয় ছাত্র সমাজের সাবেক নেতা মো. সামসুদ্দিন অরুন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী মুন্সিপাড়ায় গত রবিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টিঁ পরিবারের ৫০টি বসতঘরসহ সর্বস্ব পুঁড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশে অবস্থান করছে।  

পুরোনো সংবাদ

নীলফামারী 2902584171336622939

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item