গাইবান্ধা-৩ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী জয়ী

নুরুল ইসলাম ডাকুয়া,গাইবান্ধা প্রতিনিধি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিছিন্ন ঘটনা ছাড়াই রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আসনটিতে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার ১ লক্ষ, ২১ হাজার, ১৬৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে পূনঃনির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাপা (এরশাদ) প্রার্থী ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পী লাঙ্গল প্রতীকে ২৪ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন।
এদিকে রোববার ভোট চলাকালীন দুপুর দুইটার দিকে ভোটের অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জাসদ (ইনু) মনোনিত মশাল প্রতীক প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি ভোট বর্জন করেছেন।
সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে।
রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দিনগত রাতে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে পুনঃতফসিল মোতাবেক রোববার ২৭ জানুয়ারি ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

নির্বাচন 1450055344534417874

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item