ডোমারে পুলিশ সেবা সপ্তাহ পালিত।


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পুলিশ সেবা সপ্তাহ পালন করা হয়েছে।
ডোমার থানা আয়োজিত ২৭জানুয়ারী রবিবার সকাল ১১টায় কর্মসূচীর উদ্বোধন করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল। নানা কর্মসূচীর মধ্যে প্রথমে থানা হলরুমে বহিরাগত ক্যাডেট এসআই (নিঃ) পুরুষ হিসাবে নির্বাচিত ডোমার উপজেলার ১০সদস্যকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা যানানো হয়। পরে ডোমার বনোয়ারী মোড়ে শতশত মোটর সাইেকেল থামিয়ে যে, সকল চালকের ড্রাইভিং লাইসেন্স, ইনসুরেন্স, হেলমেট সহ যানবাহনের রেজিষ্ট্রেশন রয়েছে তাদের সকলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সেখান থেকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডোমার থানার এএসআই মোমিন ও ফারুক হাসপাতালে চিকিৎসাধীন রত অসহায় ও দুঃস্থ ২জন রোগীকে রক্ত দান করেন। এ সময় অফিসার ইনচার্জ মোকছেদ আলী, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, সড়র ও যাবাহন শাখার পুলিশ পরিদর্শক মোকাররম হোসেন সরকার, এটিএসআই নুর আলম, এএসআই সফিকুল ইসলাম সফি, শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ মোকছেদ আলী জানান, ২৭ জানুয়ারী হতে ২জানুয়ারী পর্যন্ত আমাদের এই সেবা সপ্তাহ অবাহত থাকবে। পুলিশের এধরনেন উদ্যোগকে সাদুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।
#

পুরোনো সংবাদ

নীলফামারী 716698154260904574

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item