ডোমারে সাংবাদিকের লাশ গুমের হুমকির অভিযোগ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সাংবাদিকের লাশ গুম করার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ডোমার থানায় এমন একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ডোমার রিপোটার্স ইউনিটির ১২ জন সদস্যর সমন্বয়ে সভাপতি জুলফিকার আলী ভুট্টোর পুর্নাঙ্গ কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন সদস্য নিয়ে গত বছরের পহেলা জানুয়ারীতে (২০১৮ ইং) নতুন কমিটি গঠন করা হয়। পূর্বের কমিটির ২ জন সদস্য জুলফিকার আলী ভুেট্টা ও রওশন আলম পাপ্পু ছাড়া বাকী ১০ জন সদস্য উপস্থিত থেকে লিখিত সম্মতি জ্ঞাপন করেন। অপরদিকে উল্লেখিত দুই জন সদস্য বাকী ১০ জন সদস্যদের উপস্থিতি ছাড়াই  একটি অবৈধ পাল্টা কমিটি ঘোষনা করে প্রায় ১২ দিন পর। তাদের অবৈধ কমিটি বাতিলের দাবীতে  গত ১৯/০১/২০১৮ ইং তারিখে জেলার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করে  উল্লেখিত ১০ জনসহ নতুন সদস্যরা। যার মামলা নং ০৮/১৮। এরই ধারাবাহিকতায় জুলফিকার আলী ভুট্টো গং বিভিন্ন সময় ডোমার রির্পোটার ইউনিটির নাম ব্যবহার করে অনৈতিক  কর্মকান্ড করে আসছে। ছোট রাউতার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ময়নুল হকের পুত্র ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকড়ার নুতুপাড়া গ্রামের অঘোর চন্দ্র রায়ের পুত্র রতন রায় আগামী ৬ই ফেব্রুয়ারী (০৬/০২/১৯ ইং) সংগঠনের  প্রতিষ্ঠা বাষির্কীর উৎযাপনের নাম করে সরকারী বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে  আমন্ত্রন পত্র বিলি করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ঘটনার দিন গত ২৩ জানুয়ারী দুপুরে উল্লেখিত দুই জন উপজেলার বিভিন্ন দপ্তরে আমন্ত্রন পত্র বিলি করার সময় উপজেলা পরিষদের ভবনের দ্বিতীয় তলায়  “দৈনিক আমাদের প্রতিদিন” এর ডোমার উপজেলা প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু ও  দৈনিক প্রতিদিনের বার্তা”র ডোমার উপজেলা প্রতিনিধি সাংবাদিক এমদাদুল হক মাসুম মামলার বিষয়টি তাদের স্বরন করিয়ে আমন্ত্রন পত্র বিলি না করার অনুরোধ করেন। এতে জুলফিকার আলী ভুট্টো ও রতন রায়  তাদের দলবল নিয়ে সাংবাদিক সাজু ও মাসুমের গায়ে হাত তুলে ধাক্কা পিটা করতে থাকে। লোকজন এগিয়ে আসলে তারা ভয়ভীতি প্রদর্শন ও  সুযোগ পাইলে মেরে ফেলে লাশ গুম করে রাখবে বলে সকলের সামনে হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে ডোমার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মালেক ও সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ বলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাসুম এবং ত্রান ও দুর্যোগব্যস্থাপনা সম্পাদক সাজু। তারা উভয়েই ভদ্র, মার্জিত, শিক্ষিত, সাংবাদিকতাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সংঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, অঘোর চন্দ্রের ছেলে রতন রায় চলমান হত্যা মামলার আসামী বলে জানা গেছে ।

পুরোনো সংবাদ

নীলফামারী 4210958371910093058

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item