ডোমারে নিখোঁজ প্রতিবন্ধি ফরিদুলের সন্ধান চায় তার পরিবার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে প্রতিবন্ধি নিখোঁজ ফরিদুলের সন্ধান চায় তার পরিবার।
জানাযায়, গত ২০১৮ সালের ৬ ডিসেম্বর উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী ৮নং ওয়ার্ডের কামাতপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে প্রতিবন্ধি ফরিদুল হক (১৮) নিখোঁজ হয়। বিভিন্ন এলাকাসহ আতœীয় স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে না পাওয়ায় গত ১১ডিসেম্বর ফরিদুলের পিতা ডোমার থানায় সাধারণ ডায়রী নং-৫০৫ দায়ের করেন। দীর্ঘ ৪২ দিনেও ছেলেটির কোন সন্ধান না পাওয়ায় তার পরিবার প্রায় হতাশ হয়ে পড়েছে। ফরিদুলের পিতা জহুরুল হক জানান, ৬ ডিসেম্বর/১৮ তার ছেলে ফরিদুল দুপুরের খাওয়া শেষে বাড়ী থেকে চিলাহাটির দিকে যায়। তার পর থেকে সে আর বাড়ী ফিরে আসেনি। তিনি বিবরনে আরো বলেন, লম্বা ৫ফুট, গায়ের রং শ্যামলা, হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রংঙ্গের প্যান্ট ও সবুজ রংঙ্গের গেঞ্জি। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করেছেন নিখোঁজ ফরিদুলের পরিবার। 

পুরোনো সংবাদ

নীলফামারী 1163683317421068933

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item