ডিমলায় আসন্ন এস.এস.সি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্টিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ  নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৯ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছঃ নাজমুন নাহার মুনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, ডিমলা সরকারী মহিলা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছার রহমান, ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, ডিমলা আরবিআর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের প্রমুখ। ২০১৯ সালে ডিমলা উপজেলায় মোট ৭টি কেন্দ্রে প্রায় ৪ হাজারের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম। পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার মুন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম। সভায় পরীক্ষা নিয়ন্ত্রন কমিটির সভাপতি উপস্থিত শিক্ষকদের উদ্দেশে বলেন, আগামী ২ ফেবরুয়ারী আসন্ন এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই সকল কেন্দ্রে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষে পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষকদের নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, কোন অবস্থাতেই কোন পরীক্ষা কেন্দ্রে যদি অনার্থক ও দায়িত্ব অবেহেলা এবং নকলের অভিযোগ পাওয়া যায়, তাৎক্ষনিক ওই কেন্দ্রের দায়িত্বরত থাকা শিক্ষকের উপর কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষকদের শিক্ষক সূলভ মনোভাব নিয়ে পরীক্ষার দায়িত্ব পালন করার বিশেষ ভাবে অনুরোধ জানান তিনি। উক্ত প্রস্তুতি মূলক সভায় বিভিন্ন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ, সুপার সহ পরীক্ষা সংশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7241084224699388561

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item