সৈয়দপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিন্টুর মায়ের ইন্তেকাল

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 সৈয়দপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জোবায়দুল ইসলাম মিন্টু’র মা জামিলা খাতুন বার্ধক্যজনিত কারণে গত রোববার (২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৪ টায় শহরের নয়াটোলা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল (সোমবার) বাদ জোহর শহরের কয়ানিজপাড়া ঈদগাহ্ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমার লাশ সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার,প্যানেল মেয়র-১ মো. জিয়াউল হক জিয়া পানেল মেয়র - ২ মো. শাহীন আকতার শাহিন,প্যানেল মেয়র- ৩ কাজী জাহানারা বেগমসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ,সচিব আশীষ কুমার সরকার, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আলাপন সম্পাদক আমিনুল হক, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. সুজন শাহ্, বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. জোবায়দুর রহমান শাহীন, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম ওমর ফারুক গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4475708750678304556

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item