পীরগঞ্জে নিয়োগ বিধি উপেক্ষিত, স্ত্রীকে নিয়োগ দেয়ায় এলাকায় উত্তেজনা

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার স্ত্রীকে গোপনে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ায় ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। নিয়োগ সংক্রান্ত বিষয়টি ফাঁস হয়ে পড়ায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষক কৌশলে গা এড়িয়ে চলছেন। অভিযোগে প্রকাশ, আদালতে মামলা থাকা সত্বেও ভেন্ডাবাড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সাথে গাঁটছড়া বেঁধে নিজেদের আজ্ঞাবহ কমিটি কর্তৃক সঙ্গোপনে নিয়োগ বিধি উপেক্ষার মাধ্যমে গত ১৮ ফেব্রুয়ারী তার স্ত্রী শেফালী বেগমকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করেন। নিয়োগ প্রদানের বিষয়টি এলাকায় জানাজানি হলে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। সাত্র মতে,শেফালী বেগম উপজেলার চেতনাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। গত ১ মার্চ তিনি ভেন্ডাবাড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ে যোগদান করলেও চেতনারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ছাড়পত্র পর্যন্ত নেয়া হয়নি। তাছাড়া শেফালী বেগম ওই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকা পদে যোগদান করলেও তিনি কৌশলে সহকারী শিক্ষকের বেতন উত্তোলন করছেন। যে কারনে তার নামে ওই বিদ্যালয়ে ৭১ হাজার ৯’শ ২৫ টাকার মন্ত্রাণালয় অডিট আপত্তি রয়েছে। বিষয়টি চেতনাপাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন পাশ কাটানোর উদ্দেশ্যে বলেন-‘অন্যায় বা অনিয়মকারীকে কোনভাবেই প্রশ্রয় দেয়া হবে না। এ সংক্রান্তে আমি কোন অভিযোগ পাইনি’। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ বলেন- বিদ্যালয় কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটি ইচ্ছা করলেই নিয়োগ দিতে পারেন। কিন্তু ম্যানেজিং কমিটি যদি অবৈধ হয়, সে বিষয়টি আলাদা’। এদিকে স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয় পরিচালনায় পকেট কমিটি গঠন,নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপজেলা শিক্ষা কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান বরাবরে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ। অজ্ঞাত এক রহস্যজনক কারণে এতে কোন কাজ না হওয়ায় গত বছরের ১৯ সেপ্টেম্বর অভিভাবকবৃন্দের পক্ষে হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম লাল বাদী হয়ে রংপুর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে ভেন্ডাবাড়ি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

পুরোনো সংবাদ

রংপুর 8682706501695657113

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item