রংপুর নগরীর ১৭ নং ওর্য়াডের রাস্তা সংস্কারের কাজ করলো এলাকাবাসী

হাজী মারুফ
কাউন্সিলরকে বারবার অবগত করার পরেও রাস্তা সংস্কারের কাজ না করায় গতকাল রবিবার নিজ উদ্যোগে রংপুর মহানগরীর ১৭নং ওয়ার্ডের সাতগাড়া পর্যটন মোড় এলাকায় ইট ও রাবিস ফেললেন এলাকাবাসী। এলাকার জয়নুল আবেদীন মিন্টু জানান, রংপুর শহরের সব চেয়ে অবহেলিত এলাকা হচ্ছে পর্যটন মোড় এলাকা। এই এলাকা দিয়ে নিসবেতগঞ্জ, ভগিবালা বালা পাড়া, পার্বতীপুরসহ  বিভিন্ন এলাকার লোকজন চলাচল করে। এছাড়াও এখানে বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তাটির সম্পূন কাজ করা হলেও পর্যটন মোড় এলাকার মাত্র ৫০০ গজ রাস্তা সংস্কারের কাজ করা হয় না। দীর্ঘ থেকে রাস্তার এই অংশটির কাজ না করায় বড় বড় গর্ত সৃস্টি হয়েছে যানবাহনসহ মানুষ চলাচলের সম্পূন অযোগ্য হয়ে পড়েছে। রংপুর মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রের পরিচালক মোঃ রাশেদুজ্জামান রিপন জানান,পর্যটন মোড় এলাকার চৌধুরী ক্লিনিক,আলহাজ¦ নুরুল হক ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী ও ঠিকাদার ডিজেল আহম্মেদ,হক মেডিসিন কর্নার, প্রভাষক মকলুবার রহমান,মেসার্স এস আর ট্রেডার্স, হোটেল আসেক ও উকিল টি স্টোর, রব্বানী, মাসুদ ট্রেডার্স ও সত্য গোপাল অধিকারী ও কদম আলীসহ এলাকার লোকজনের সার্বিক সহযোগিতায় অনেক কষ্ট করে এখন পর্যন্ত ১০ গাড়ি ইট ও রাবিস ফেলানো হয়েছে। রাস্তার বেহাল অবস্থার কথা বারবার মেয়রকে অবগত করার পরেও কোন কাজ হয়নি। এর আগে সিটি কর্পোরেশন থেকে রাস্তাসহ ড্রেন নিমার্ণের জন্য জরিপ ও মাপ করলেও সে বিষয়টি ফাইল বন্দি অবস্থায় রয়েছে।পর্যটন মোড় ব্যবসায়ী সমিতির আহবায়ক সোলেমান আলী জানা, বর্ষা মৌসুমে এই এলাকা দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পরে। এখানে ড্রেন না থাকায় হাটু পানি জমে যায়। তবে বাধ্য হয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাস্তা সংস্কারের কাজ করতে হচ্ছে। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম আজা বলেন, খুব তাড়াতাড়ি ১৭ নং ওয়ার্ডের পর্যটন মোড় এলাকার রাস্তা ও ড্রেন নিমার্ণ করা হবে। তবে রাস্তার উভয় পাশে ড্রেন নিমার্ণের জন্য কাজটি করতে সময় লাগছে।

পুরোনো সংবাদ

রংপুর 3526934103340695513

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item