পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনে নীলফামারীতে প্রস্তুতি সভা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৪ এপ্রিল॥ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৪ বরনে নীলফামারীতে উদযাপনের উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা প্রশাসক জাকীর হোসেন সভাপতিত্ব করেন।
দেশের বর্তমান প্রেক্ষাপটে সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী বাংলা নববর্ষ ১৪২৪ বরনে পহেলা বৈশাখে নীলফামারী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের চম্পাতলী বৈশাখী চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী সকাল ৮টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ওই চত্বরে এসে শেষ হবে। সেখানে বৈশাখী মেলা, সাংস্কৃতি উৎসব এবং পান্তা ইলিশের আয়োজন করা হবে। সেই সাথে সরকারের নির্দেশিত আলোকে বৈশাখের সকল অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করা হবে। পাশাপাশি বৈশাখী উৎসবে মুখোশপড়া থাকবেনা, মোটরসাইকেলে চালক ছাড়া দ্বিতীয় কোন ব্যাক্তি আরোহী হবেনা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সহকারী পুলিশ সুপার আলতাব হোসেন, সিভিল সার্জেন ডাঃ আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুহাঃ বেলায়েত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ক্লাব সমুহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকগন প্রমুখ। #

পুরোনো সংবাদ

নীলফামারী 1174173357248551182

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item