জলঢাকায় বর্ষবরণ উদযাপনে উপজেলা প্রশাসন ও শিকড়ের ব্যাপক প্রস্তুতি।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি ॥
নীলফামারীর জলঢাকায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৪ বরনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠন শিকড় জলঢাকা। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান রিভার আমজাদ, প্রকৌশলী হারুন অর রশীদ, শিক্ষা কর্মকর্তা শাহাজাহান। সভায় সর্বসম্মতিক্রমে সকাল ৯ টায় উপজেলা পরিষদ হতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পালনের সিদ্ধান্ত হয়। অন্যদিকে সামাজিক সংগঠন শিকড় জলঢাকা পৃথকভাবে দিনব্যাপী জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরন উপলক্ষে নানাবিধ কর্মকাণ্ড পালন করবে।  সেখানে সামাজিক সংগঠন " শিকড় " এর দিনব্যাপী বর্ষবরণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য আছে সকালে মঙ্গল শোভাযাত্রা, গ্রামীন লাঠি খেলা, লোক সংগিত, ভাওয়াইয়া সহ শিশুদের জন্যে খাকছে বিভিন্ন খেলা। এসময় আরো বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা মনিমুন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, মৎস্য কর্মকর্তা মেরিনা হাফিজ, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, সামাজিক সংগঠন শিকড়ের সভাপতি সাংবাদিক সামসুল আলম,  কাউন্সিলর রহমত আলী, "শিকড়" এর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক আবেদ আলী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5775736857860031809

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item