ডিমলায় পহেলা বৈশাখ ও মুজিবনগর দিবস পালনে প্রস্তুতি সভা ।

মোঃ জাহাঙ্গীর আলম রেজা ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

আগামী পহেলা বৈশাখ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৭ পালন উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ এপ্রিল সোমবার সকাল ১১ টায় উপজেলা অফিসারের কক্ষে আয়োজিত এ দুটি প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেরা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। প্রস্তুতি সভায় আগামী ১৪ এপ্রিল শুক্রবার পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ব্যবস্থা নেয়া হয়।এর মধ্যে বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রা,উপজেলা পরিষদ চত্তরে পান্থা ঈলিশ, দুপুরে ঐতিহ্যবাহী  হাডুডু,লাঠি খেলা গরুর গাড়ী,পালকিতে বৌ সাঝ ইত্যাদি। আগামী পয়লা বৈশাখ যথাযোগ্য ভাবে পালনে সকলকে উপস্থিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ করেন সভার সভপতি।

অপরদিকে একই দিনে একই স্থানে আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৭ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয়ার আলোচনা করা হয়। এর মধ্যে দিবসের দিন সকালে উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা অনুষ্ঠিত ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করার কথা বলেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার,বালা পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম,উপজেলা আ:লী লীগের মহিলা সভনেত্রী মোছাঃ গুলশানআরা বেগম,ডিমলা মহিলা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোকলেছুর রহমান,ডিমলা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক্ষ মোঃ আব্দুল হানিফ সরকার,উপজেলা পাট কর্মকর্তা মোঃ মহিবুর রহমান লোহানী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

পুরোনো সংবাদ

নীলফামারী 4413522689523205957

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item