মুজিব নগর দিবস পালনে নীলফামারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৯ এপ্রিল॥
ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৭ পালন উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
প্রস্তুতি সভায় আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ব্যবস্থা নেয়া হয়। এরমধ্যে দিবসের দিন সকাল ১১টয় শিল্পকলা একাডেমীতে আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভার আয়োজন করবে। এ ছাড়া জেলা তথ্য অফিস মুজিব নগরের উপর বিভিন্ন স্থানে প্রাম্যচিত্র প্রদর্শন করবে। দিবসটি পালনে সকলকে উপস্থিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ করেন সভার সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জেন ডাঃ আব্দুর রশিদ, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা ছয় উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতাানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিক।

পুরোনো সংবাদ

নীলফামারী 3043690106221569061

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item