আ. লীগ আর আমরা মিলেমিশে দেশ চালাব : এরশাদ

আগামীতে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশেই  দেশ চালাবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ সোমবার দুপুরে মাদারীপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি এ কথা বলেন।

এরশাদ বলেন, আমরা দীর্ঘ ২৬ বছর ক্ষমতার বাইরে ছিলাম। এতে নিঃস্ব হলেও ভালোবাসার নিঃস্ব হয়নি। আমরা অন্য কোনো দলে জড়াতে চাই না। আমরা চাই, আওয়ামী লীগ আর আমরা দুজনে মিলে দেশ চালাব। তাতে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, থাকবে ভালোবাসা এবং দেশ এগিয়ে চলবে উন্নতির দিকে।

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী এমন কোনো চুক্তি করবেন না, যা দেশের জন্য সম্মানহানিকর।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, সহকারী পুলিশ সুপার সুমন দেব, হাসপাতালের প্রতিষ্ঠাতা নকুল কুমার বিশ্বাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান। পরে এরশাদ নকুল কুমার সাহিত্য সংগীত একাডেমি উদ্বোধন করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4882146525999302755

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item