সৈয়দপুর সরকারি কারিগরী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজের উদ্যোগে কলেজ উদ্যানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, গণিত বিভাগের সহকারী অধ্যক্ষ মো. সামসুল ইসলাম, স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা ফরিদা বানু, সহকারী শিক্ষক আ. ত. ম রেজাউল কবীর প্রমুখ।
 এতে  পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবু রায়হান সজীব, সিরাজুম মুনিরা, কলেজেরর একাদশ শ্রেণীর ছাত্র মুশফিকুর রহমান ও অংকন জাহান প্রমূখ।
এর আগে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা মানপত্র পাঠ করেন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো.তানভীর চৌধুরী।
গোটা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলুল হক।
 আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আকরাম হোসেন এ দোয়া মাহফিল পরিচালনা করেন।
শেষে কলেজের পক্ষ থেকে প্রত্যোক পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেয়া হয়। এছাড়াও এইচএসসির নির্বাচনী পরীক্ষায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।
 এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা-কর্মচারী,বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। এবারের এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর সরকারি কারিগরী কলেজ থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ২৬৬ জন পরীক্ষার্থী অংশ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8154249394770841233

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item