সৈয়দপুরে জুয়া খেলার দায়ে এক ইউপি সদস্যের জরিমানা

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে জুয়া খেলার দায়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের (মেম্বার) এক শত টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমান আদালতে। গত শনিবার (১৮ মার্চ) রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ-মাহবুব-উল ইসলাম ওই জরিমানা করেন ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফজলুল হক (৪৫)।  ঘটনার দিন গত শনিবার বিকেলে তিনি সঙ্গীয় কয়েকজনকে নিয়ে ইউনিয়নের পাখাতিপাড়ায় বাড়ির পাশের বাঁশঝাড়ের মধ্যে বসে জুয়া খেলছিলেন। আর গোপন সূত্রে এ খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই জুয়ার আসরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা অন্যান্যরা পালিয়ে গেলেও ইউপি সদস্য ফজলুল হক পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করেন পুলিশ। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও সৈয়দপুর উপজেলা সহকারি কশিশনার (ভূমি)  আহমেদ মাহবুব-উল ইসলাম জুয়ার খেলার দায়ে ওই ইউপি সদস্যকে এক শত টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে এক শত টাকা জরিমানা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে ছাড়া পান ইউপি সদস্য ফজলুল হক।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম জুয়া খেলার দায়ে এক ইউপি সদদ্যের জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8859246697345251965

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item