দেশের সর্ববৃহৎ রেলপথ খুলনা-চিলাহাটী আন্তনগর ট্রেন যোগাযোগ শুরু হলো

চালু হলো রূপসা সীমান্ত।

নিজস্ব প্রতিনিধিঃ
রেল নিয়ে প্রত্যাশার ষোল কলা পূর্ণ হলো ডোমার চিলাহাটী বাসীর।আজ রবিবার(৫ মার্চ) সকাল ৭ টা ১৫ মিনিটে দক্ষিনের বিভাগীয় শহর খুলনা থেকে উত্তরের নীলফামারী জেলার ডোমার উপজেলার সীমান্তবর্তী চিলাহাটী ষ্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ৭২৮ রূপসা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি।রেলওয়ে সূত্রে জানা যায় ট্রেনটি  বিকেল ৫ টায় চিলাহাটী পৌছবে।সন্ধা ৬ টা ৪৫ মিনিটে ৭৪৭ সীমান্ত এক্সপ্রেস হয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি।অপরদিকে সন্ধা ৭ টা ১৫ মিনিটে ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে চিলাহাটীর উদ্দেশ্যে ছেড়ে সকাল ৬.২০ মিনিটে চিলাহাটী ষ্টেশনে পৌছবে।ট্রেনটি সকাল ৮টায় ৭২৭ রূপসা এক্সপ্রেস হয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
  জানা যায় ৪৭৮ কিলোমিটার দূরত্বের খুলনা-চিলাহাটী বাংলাদেশের সর্ববৃহৎ রেলপথ।একসময় সীমান্ত এক্সপ্রেস নামে দুটি মেইল ট্রেন এই পথে চলতো।আশির দশকে এরশাদ সরকারের সময় ট্রেন দুটি তুলে নিয়ে আন্তনগর হিসেবে সীমান্ত ও রূপসা নামে সৈয়দপুর থেকে চালানো হয়।বর্তমানে এই পথে একটি মিশ্র ট্রেন চলছে।ট্রেন দুটি চালু হওয়ার খবর শুনে চিলাহাটি, ডোমার ও আশপাশ এলাকার মানুষ উচ্ছাসিত।খুলনার গৃহবধু রাবেয়া আক্তার মুঠোফোনে বলেন,বাবার বাড়ি চিলাহাটী যেতে অনেক কষ্ট পেতে হতো।সৈয়দপুর থেকে চিলাহাটী লোকাল বাসে যাওয়ার ভয়ে সহজে বাড়ি যেতামনা।এখন কষ্ট ও সময় দুটোই কমবে।এলাকাবাসী মনে করেন, এ অঞ্চলের মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হবে। ঘটবে ব্যবসা বাণিজ্যের প্রসার। এলাকায় জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক পরিবর্তন আসবে।উল্লেখ্য যে চিলাহাটী পর্যন্ত আন্তনগর ট্রেন চলাচলের জন্য ২০১১ সালে ১৬০ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর-চিলাহাটি রেলসড়ক মেরামতের প্রকল্প হাতে নেয় সরকার। চিলাহাটি থেকে আন্তঃনগর সব ট্রেন ছেড়ে যাওয়ার জন্য চিলাহাটিতে ওয়াস ফিট স্থাপন, লাইন সম্প্রসারণ ও অবকাঠামো তৈরিসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ৬২ কিলোমিটার রেলপথ ও চিলাহাটি, মির্জাগঞ্জ, ডোমার, তরুনীবাড়ী, নীলফামারী, নীলফামারী কলেজ, দারোয়ানি ও সৈয়দপুর স্টেশন নতুনভাবে নির্মাণ ও সংস্কার করা হয়।২০১৫ সালের ২৮ জানুয়ারী রেলমন্ত্রী মজিবুল হক বহুল প্রত্যাশিত ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটী পর্যন্ত চালু করেন।এ বছরের ২৪ জানুয়ারী নতুন রূপে যাত্রা শুরু করে নীলসাগর। নতুন আমদানি করা ইন্দোনেশিয়ান লাল সবুজ এমজি কোচ দিয়ে নতুন বগি, নতুন ইঞ্জিন নিয়ে চালু হয় নীলসাগর এক্সপ্রেস।এ বছর ১ মার্চ চালু হয় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস।সর্বশেষ আজ চালু হলো খুলনাগামী রূপসা সীমান্ত।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2673446849274094374

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item