পীরগঞ্জে জাফরপাড়া মাদ্রাসায় অধ্যক্ষের অর্থ আত্মসাৎ ধামাচাপা দিতে চুরির মামলা করায় প্রতিবাদ সভা

মামুনুর রশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে  জাফরপাড়া দারুল উলুম বহুমূখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক মাদ্রাসা গভর্ণিং বডির ২জন সদস্য ও নৈশ্য প্রহরী আব্দুস সাত্তার গাছুর মিথ্যা মামলা করার প্রতিবাদে মঙ্গলবার বিকালে মাদ্রাসা মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে এ ঘটনাকে কেন্দ্র করে ওই মাদ্রাসার অধ্যক্ষ ও সহ-সভাপতি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গভর্ণিং বডির ২ জন সদস্যকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে অবৈধভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং তাদের বিরুদ্ধে চুরির মামলা দেখানো হয়েছে। অভিযোগে প্রকাশ, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য শাহানুর আলম লেলিন কর্তৃক মাদ্রাসার জমি বিক্রি এবং আত্মসাত করায় তার সদস্য পদ বাতিলের জন্য এলাকাবাসীর পক্ষে মজনু নামে জনৈক ব্যক্তি বিগত ২১ আগষ্ট ২০১১ ইং তারিখে তৎকালীন সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের নিকট লিখিত অভিযোগ করলে তিনি বিষয়টি পরিচালনা পরিষদের সভায় উপস্থাপনের জন্য  ০৩ সেপ্টেম্বর ২০১১ ইং তারিখে মাদ্রসার প্রধানকে নিদের্শন প্রদান করেন। এর ১ বছর ৩ মাস পর ১০ নভেম্বর ২০১৩ ইং তারিখে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয় । সভায় মজনু মিয়ার আনিত অভিযোগ তদন্তের জন্য অভিভাবক সদস্য রেজাউল করিমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি গত ১৩-০২-২০১৪ ইং তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসে। বর্তমান প্রতিষ্ঠাতা সদস্য শাহানুর আলম লেলিন ইতিপুর্বে ওই মাদ্রাসার সম্পাদক থাকাকালীন তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে যোগসাজসে অবৈধ ভাবে মাদ্রাসার রেকর্ড ভুক্ত জমি বিক্রি ও আত্মসাত করেছেন। ১৩৬২ সালে মাদ্রাসার নামে রেকর্ডভুক্ত জাফরপাড়া মৌজায় ১৪৪ খতিয়ানের ৯১৮ দাগে ১ একর ৩৪ শতাংশ ও ১০২৭ দাগে ২৮ শতাংশ জমি থাকলেও দীর্ঘদিন ধরে ভোগ দখলে রেখেছেন। অভিযোগ রয়েছে, যাতে তার অনিয়ম -দুর্নীতি কেউ তুলে ধরতে না পারে সে জন্য তিনি তার অবৈধ দখলে রাখা জমির ফসল এবং মাদ্রাসার  জমি বিক্রির টাকা জমা দিয়ে নতুন করে  প্রতিষ্ঠাতা সদস্য হয়েছেন।  তিনি ওই মাদ্রাসার সম্পাদক থাকাকালীন-জাফরপাড়া মৌজার ১৪৪ খতিয়ানের ৯১৮ দাগে ১ একর ৩৪ শতকের মধ্যে ১৭ শতাংশ জমি বিগত ১৯৯৮ ইং সালের ১৪ সেপ্টেম্বর আবু জাফর মো: রাশেদুন্নবী পিতা-আব্দুল ওয়াজেদ মিয়া গ্রাম-শালবন উপজেলা-কোতয়ালী, জেলা-রংপুরের নিকট মাদ্রাসার পক্ষে দাতা হয়ে দলিল সম্পাদন করে দেন। যার দলিল নং ৮৬৯২ এবং একই দাগ খতিয়ানের ৮২ শতাংশ জমি মো: মমদেল হোসেন, পিতা- মৃত-মফিজ উদ্দিন গ্রাম ও ডাক: জাফরপাড়া উপজেলা-পীরগঞ্জ, জেলা রংপুর। তিনি ২২ এপ্রিল ৮৪ ইং তারিখে প্রতিষ্ঠাতা সদস্যের চাচা  মহির উদ্দিনের কাছ থেকে ৩৪৪১ নং এবং অপর চাচা মাহতাব উদ্দিনের  কাছ থেকে বিগত ১৮ এপ্রিল ৮১ ইং তারিখে  ৪৬৪৮ নং দলিল মুলে মোট ৩৬ শতাংশ জমি ক্রয় করেন এবং ৪৮ শতাংশ জমি রেওয়াজ বদলে ভোগ দখল করে আসছেন। অপরদিকে, বর্তমান গভর্নিংবডির ৩ সদস্য রেজাউল করিম, সাফিউল ইসলাম ও মফিদুল ইসলাম ২০১৩ সাল থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত ১৩ লক্ষ ৬৭ হাজার ৩২৩ টাকার ও মাদ্রাসা থেকে ৫টি ল্যাপটপ চুরি ও আয়-ব্যয়ের হিসাব উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের কথা বললেও বিভিন্ন অজুহাত দেখিয়ে অধ্যক্ষ বিষয়টি ধামাচাপা দিয়ে রাখেন। জেডিসি পরীক্ষা সংক্রান্ত, রুম বর্ধিতকরণ, চেয়ার-টেবিল সংস্কার ও মেরামত করার জন্য ক্রয় কমিটিকে না দিয়ে তার নিজস্ব কমিটিকে দিয়ে করায় গভর্নিংবডির সদস্যদের মাঝে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে অধ্যক্ষের লেলিয়ে দেওয়া বাহিনী ৩ গভর্নিংবডির সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনাকে কেন্দ্র করেই মাদ্রাসা ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ধুরন্ধর অধ্যক্ষ গত রবিবার মাদ্রাসা চুরি হলে পরের দিন সোমবার থানায় গভর্নিংবডির ৩ সদস্যের নামে চুরি মামলা দায়ের করেন। মামলা নং- ১২, তাং- ০৭ নভেম্বর ১৬। এদিকে মঙ্গলবার সুধী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের আয়োজনে মাগুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মনজুর হোসেন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাউছুল আজম, মদনখালী ইউনিয়ন চেয়ারম্যান শামছুল আলম, এর প্রতিনিধি ইউপি সদস্য আকমল হোসেন, মজিবর রহমান, মোস্তাফিজার রহমান সাজু, হবিবর রহমান, আ: মান্নান, প্রমুখ। বক্তাগণ বলেন গভর্ণিং বডির ২ সদস্য ও নৈশ্য প্রহরী নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আগামী দিনে মানব বন্ধন ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হবে।

পুরোনো সংবাদ

রংপুর 6068324207536979397

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item