তেঁতুলিয়ায় ড্রেজার মেশিনে পাথর উত্তোলন! পরিবেশ সহ হুমকির মুখে রাস্তা ঘাট ও ঘরবাড়ি।

মুহম্মদ তরিকুল ইসলাম,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
তেঁতুলিয়া উপজেলার সর্বত্রই ডিল ড্রেজার মেশিনে পাথর উত্তোলন অব্যহত থাকায় পরিবেশসহ এখন রাস্তা ঘাট ও ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। সরকার এ ধরণের ডিল ড্রেজার মেশিন দ্বারা মাটির নিচ থেকে পাথর উত্তোলন বন্ধের রাত-দিন চেষ্টা করেও ঠেকাতে পাড়ছে না। এক শ্রেণির অসাধু পাথর ব্যবসায়ী অধিক লাভের আসায় রাতের অন্ধকারে ড্রেজার মেশিন বসিয়ে পাথর উত্তোলন অব্যহত রাখায় তেঁতুলিয়ায় অল্প মাত্রার ভূ-কম্পনেই মাটি ধসে যাওয়ার অশঙ্কা করা হচ্ছে। সূত্র মতে, তেঁতুলিয়া থেকে মাত্র ৫০ কিমি উত্তরে ভারতের দার্জিলিং-এর বিশাল পাহাড় অবস্থিত। ভূ-তত্ত্ব বিদদের মতে ওই দার্জিলিং-এর বিশাল পাহাড়ের ভিত্তি (ফাউন্ডেশন) তেঁতুলিয়া পর্যন্ত থাকার কারণে এই এলাকায় মাটির নিচে প্রচুর পাথর রয়েছে। এসব পাথর ডিল ড্রেজার মেশিনে অথবা মাটি খনন করে উত্তোলন করলে ভবিষ্যতে এই সবুজ শ্যামল প্রকৃতি দেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভূ-তত্ত্ব বিদদের ভবিষ্যৎ বাণীতেও পাথর উত্তোলনকারী একটি চক্র ৮-১২ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ ড্রেজার মেশিনে সংযুক্ত করে মাটির নিচের ২০ থেকে ১’শ ফিট গভীর থেকে পাথর উত্তোলন করে তেঁতুলিয়াকে শূন্য ভাসিয়ে কোটি কোটি টাকা পকেটস্থ করছে। সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, তেঁতুলিয়া সদর ইউপি-র সীমান্ত সংলগ্ন দর্জিপাড়া, কানকাটা, কলেজপাড়া, আজিজনগর, বেরং নদী; শালবাহান ইউপি-র ডাহুক নদী, লোহাকাচি বাগান, বালাবাড়ি; বুড়াবুড়ি ইউপি-র ভেরসা নদী, কাটাপাড়া, নারায়ন গছ; ভজনপুর ইউপি-র সাঁও নদী, ভেরসা নদী, করতোয়া নদী, সিংপাড়া, ভাঙ্গিপাড়া, প্রধানগছ, বানিয়া পাড়া, ভদ্রেশ্বর, সংগঠন; দেবনগড় ইউপি-র করতোয়া নদী থেকে রাতের অন্ধকারে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিনিয়ত পাথর উত্তোলন করে আসছে। জেলা প্রশাসনের উদ্যোগে ড্রেজার মেশিনে পাথর উত্তোলন বন্ধ করার লক্ষে রুটিন মোতাবেক নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়গ করেও বন্ধ করতে পারছে না ড্রেজার মেশিনে পাথর উত্তোলন।
এদিকে মাটি খনন ও ড্রেজার মেশিনে পাথর উত্তোলন করায় ভজনপুর ইউপি-র প্রধানগছ গ্রামে জনগনের চলাচলের জন্য একমাত্র রাস্তাটি গাছসহ ধ্বসে পড়েছে। একই এলাকায় সারাপিগছ গ্রামের মো: নাজিম হোসের বাড়ি-ঘর ধ্বসে যাওয়ার অশঙ্কায় স্ত্রী-সন্তানদেরকে নিয়ে অন্যত্র বসবাস করছে। এ ব্যাপারে নাজিম হোসেন জানান, আমার চাচা মোহাম্মদ আলী ও চাচাতো ভাই মোকছেদসহ জমি থেকে পাথর উত্তোলনে বাড়ি-ঘর এবং শত বছরের একটি ইন্দ্রীরা (পানির কূপ) ধ্বসে পড়ায় আমার এই অবস্থা। ড্রেজার মেশিনে পাথর উত্তোলন বন্ধ না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার জানান, এযাবত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেশ কয়েকটি স্থান থেকে ড্রেজার মেশিন পাইপ ও মেশিনের সরঞ্জামাদি জব্দ করে  বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং আদালতে মামলা চলছে। কয়েকজন আসামীও জেলহাজতে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ড্রেজার মেশিনে পাথর উত্তোলন বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভবিষ্যতে কেউ পাথর উত্তোলন করতে পারবে না। তবে শ্রমিক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু জানান, ড্রেজার মেশিন বন্ধের জন্য আন্দোলন করে মেশিন মালিকদের হাতে ইতোপূর্বে একজন শ্রমিককে প্রাণ দিতে হয়েছে। কিন্তু আদৌ ড্রেজার মেশিন বন্ধ হয়নি। এতে মনে হয় শরিষায় ভূত রয়েছে। এ ভূত তাড়াবে কে? 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8734231523649199488

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item