পুকুরে অবৈধভাবে মাছ ধরার অন্যতম আসামী ভুট্টু মিয়া গ্রেফতার

 নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জের সীচায় একটি প্রকুরে অবৈধ ভাবে মাছ ধরার ঘটনায় সৃষ্ট সংঘর্ষে থানায় মামলা দায়েরের পর এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায় , সীচা গ্রামের লালচামার বাজারের পাশে মৃত গুজরত আলীর পুত্র মোজাফ্ফর হোসেন পাতা তার নিজ বাড়ীর আঙ্গিনায় একটি পুকুর খনন করে মাছ চাষাবাদ করে আসছিলেন। গত ৮ মার্চ পূর্ব শত্রƒতার জের ধরে নুরুজ্জামান , দেলদার ও  রাজা বাহীনির লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত পুকুরে মাছ  ধরতে যায়। এ সময় পাতা মিয়ার লোকজন বাধা দিলে দেলদার বাহীনির লোকজন ক্ষিপ্ত হয়ে বাদীর ভাই আকতারুলকে ব্যাপক মারডাং করে গুরুত্বর আহত করে । পরে আকতারুলকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক। এ ঘটনায় মোজাফ্ফর হোসেন পাতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে গত ২৬ শে মার্চ এস আই জসিম উদ্দিন  আসামী ভুট্টু মিয়াকে লালচামার বাজার থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। 

পুরোনো সংবাদ

গাইবান্ধা 8046603963273084017

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item