পঞ্চগড়ে দুর্নীতি দমনে মানব বন্ধন

তোফাজ্জল হোসেন তোতা-

পঞ্চগড়ে দুর্নীতি দমনে মানব বন্ধন করেছে সর্বস্তরের মানুষ। আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, বক্তব্য রাখেন পঞ্চগড় পৌরসভার মেয়র মোঃ তৌহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষিকাগণ। এছাড়াও বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা রাখেন। সবাই একই কথা বলেন দেশ এগিয়ে যাবে সুশাসনের মাধ্যমে। সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে শেখ হাসিনা সরকার বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবে। বর্তমানে নিজেদের দলীয় ব্যক্তির অপরাধ দমনে যেমন আইনই প্রক্রিয়া নিজস্ব গতিতে চলেছে, তেমনি চাঞ্চল্যকর অপরাধ দমনে কঠোর হয়েছে শেখ হাসিনার সরকার। এর দৃষ্টান্ত হচ্ছে শিশুর পায়ে গুলি করার অপরাধে সরকার দলীয় এমপি মঞ্জুরুল লিটনের গ্রেফতার এবং বিদেশে পালিয়ে যাওয়া শিশু রাজন হত্যার আসামী কামরুলকে দেশে ফিরিয়ে এনে আইনই প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়ার মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। অপরাধ করে কেউ রেহাই না পেলে অপরাধ কমবে। আর সুশাসন প্রতিষ্ঠার পথে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে এটাই পরিষ্কার।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 521003618610532843

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item