এবারো সাকিব রেখে দিল জ্যামাইকা

ডেস্কঃ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গত আসরে জ্যামাইকা তালাওয়াশের হয়ে খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারো তাকে দলে রেখে দিয়েছে জ্যামাইকা।

এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ডাকা হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নিলামে। আর ঘরের ছেলেকে ঘরেই রাখলেন জ্যামাইকার কর্মকর্তারা।

গত মৌসুমেও জ্যামাইকা তালাওয়াশের হয়ে খেলেছেন। চ্যাম্পিয়ন হওয়া দলের অন্যতম সদস্য ছিলেন সাকিব আল হাসান। সেবার খেলেছেন ১৩ ম্যাচ। ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছেন ১০ ম্যাচে। এই ১০ ম্যাচে নামের পাশে যোগ করেন ১৬০ রান। আর বল হাতেও সফল ছিলেন তিনি; পকেটে পুরেছিলেন ১২ উইকেট।

সাকিবকে দলে নিতে এবার একই পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে জ্যামাইকাকে। গত মৌসুমে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে সাকিবকে দলে টেনেছিল জ্যামাইকা। এবারও তাকে একই মূল্যে দলে নিয়েছে জ্যামাইকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৮৮ লাখ টাকা।

পুরোনো সংবাদ

খেলাধুলা 2595154140560201486

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item