নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে সৈয়দপুরের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়ায় সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারের মাঝে নতুন ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকায় ওই ঢেউটিন বিতরণ করা হয়।
নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে নতুন ঢেউটিন তুলে দেন। এ সময় নীলফামারী জেলা পরিষদের সদস্য  অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার ও মো. শামীম চৌধুরী, উপজেরার বোতালাগাড়ী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হবিবর রহমান হবি, সাবেক ইউপি সদস্য মো. খয়রাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারের প্রতিটিকে দেড় বান্ডিল করে নতুন টেউটিন বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২৬ মার্চ বিকেলে সৈয়দপুর উপজেলার  ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়।  ওই এলাকার আমিনুলের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুর্হুতের মধ্যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০টি পরিবারে টিনের ও ঘরের ঘর, নগদ অর্থ,ধান-চাল ,আসবাবপত্র,কাপড়চোপড় সর্বস্ব পুড়ে যায়। বর্তমানে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন।  

পুরোনো সংবাদ

নীলফামারী 8649029038445444716

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item